নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন নারী সংস্থা দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে। এ উপলক্ষে আজ জেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি সংস্থা নোয়াখালী নারী অধিকার জোট ও এনআরডিএস এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন এনআরডিএস এর প্রধান নির্বাহী আবদুল আউয়াল, নোয়াখালী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীনসহ বিভিন্ন সংস্থার নারীরা। বক্তাগণ বলেন, নারীরা সর্বক্ষেত্রে বঞ্চিত। পুরুষের পাশাপাশি নারীদের অধিকার আদায়ের জন্য দাবী জানান।
বিডি প্রতিদিন/এএম