পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০ জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে বকনা বাছুর। এছাড়া বজ্রপাতে নিহত এক জেলের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার চেক।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা মৎস্য ভবনের সামনে আনুষ্ঠানিভাবে তাদের পরিবারের হাতে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় সরকারি-বেসরকারি র্কমর্কতাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চয়োরম্যান শফিকুল আলম বাবুল।
এছাড়া অন্যান্যদের মধ্যে বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, বাংলাদেশে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
উল্লেখ্য, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এছাড়া বজ্রপাতে নিহত এক জেলের পরিবারকে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই