পাহাড়ে সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে পুলিশ বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। তিনি বলেন, অন্যান্য জেলার চেয়ে পার্বত্যাঞ্চলে রাজনৈতিক চিত্র ভিন্ন। এখানে প্রকৃতিক পরিবেশ যেমন সুন্দর। তেমনি সুন্দর মানুষের সম্প্রীতি। কিন্তু উগ্র সন্ত্রাসী গোষ্ঠী এ পরিবেশকে মাঝে মধ্যে বিনষ্ট করার চেষ্টা করে। তাদের প্রতিহত করতে পুলিশ প্রশাসন সব সময় প্রস্তুত। পুলিশ দেশের আইন শৃঙ্খালা রক্ষার পাশাপাশি মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে কাজ করছে। এ অঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার সকাল ১১টায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ও জেলা পুলিশের আয়োজনে পলওয়েল পার্ক মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ সেমিনারে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এসব কথা বলেন।
এসময় রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, কাউন্টার টেরোরিজম ডিএমপির সহকারী পুলিশ কমিশনার রোকসানা ইসলাম সুজানা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমদ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আরও বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের কোন স্থান নেই। দেশে সামাজিক ভাবে জঙ্গিবাদ ও উগ্রবাদকে বয়কট করতে হবে। উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আমাদের সমাজে, রাষ্ট্রে থাকতে না পারে তার জন্য সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ পুলিশ এই সন্ত্রাসবাদ ও চক্রান্ত রোধ করতে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে কাজ করছে। জেলার কোথাও কোন জঙ্গিবাদ বা উগ্রবাদ জাতীয় কোন বিষয় সম্পর্কে অবগত হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনারে গণমাধ্যম কর্মীরা ও জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন