শেরপুরের শ্রীবরদীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই আমিনুল ইসলাম বেলালের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই আশরাফুল ইসলাম দুলাল (৫০) নিহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের রাণীশিমুল হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই ভাই স্থানীয় মৃত আব্দুস ছালামের ছেলে। এলাকাবাসী ঘাতক বড় ভাই আমিনুল ইসলাম বেলালকে (৬০) আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুলাল পৈতৃক ভিটায় বসতঘর তৈরি করছিল। এসময় বড় ভাই বেলাল দুলালকে ঘর তুলতে বাধা দেয়। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও মারপিট শুরু হয়। একপর্যায়ে বেলাল ধারালো অস্ত্র দ্বারা দুলালকে আঘাত করে। এতে দুলাল গুরুতর আহত হয়।
পরে এলাকাবাসী আহতকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মামলার প্রস্তুতি চলছে। দুলালকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই