মাগুরার শ্রীপুরের তখলপুরের কলেজ ছাত্র রাজু শেখ (২২) হত্যার ঘটনায় প্রধান আসামী শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসিয়ার রহমান জেল হাজতে। মঙ্গলবার রাতে নিহতের বাবা আকতার শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় শ্রীপুর থানা পুলিশ ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় জানান, রাজু শেখ হত্যার ঘটনায় তার বাবা আকতার শেখ বাদী হয়ে মঙ্গলবার ৩৪ জনের নামে মামলা করেছেন। এ মামলায় ১ নম্বর আসামী করা হয়েছে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসিয়ার রহমানকে। মামলার এজাহারে বাদী আকতার শেখ অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ১ নম্বর আসামী মসিয়ার রহমানের নেতৃত্বে একটি প্রতিপক্ষ দল তাদের উপর নির্যাতন চালিয়ে আসছিলো।
এরই এক পর্যায়ে ৭ মার্চ সন্ধ্যা ৭টায় আকতার শেখের ছেলে রাজু শেখকে তখলপুর গ্রামের রঞ্জু জোয়ারদারের দোকানের সামনে থেকে ধাওয়া করে। আকতার শেখের ছেলে রাজু ধাওয়া খেয়ে নিজ বাড়িতে আশ্রয় নেয়। এ সময় প্রতিপক্ষরা তার বড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যান মসিয়ারের নির্দেশে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার পুত্র রাজু শেখের মৃত্যু হয়। এ ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মামলার প্রধান আসামী মসিয়ার রহমান, জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ ও তরিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বুধবার বিচারিক আদালতে পাঠালে বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
বিডি প্রতিদিন/এএ