মাদারীপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার লিজা আক্তার (৩০) গুরুতরভাবে আহত হয়ে বুধবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিযুক্ত স্বামী আজমীর ঘরামী (৩৮) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নির্যাতিত লিজা আক্তার জানান, তার স্বামী আজমীর ঘরামী একসময় ইতালিতে কর্মরত ছিলেন। ইতালি থেকে দেশে চলে আসার পরে দেশে কোনো কাজ না করে বেকার জীবনযাপনের পাশাপাশি মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই লিজার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন।
তাদের দুই সন্তানের মুখের দিকে চেয়ে লিজা বেশ কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনে দিলেও স্বামী আজমীর ঘরামীর টাকার জন্য চাপ অব্যাহত থাকে। টাকা এনে দিতে না চাইলে লিজাকে প্রায়ই মারধর করে। এরই ধারাবাহিকতায় স্বামীর প্রত্যাশিত টাকা লিজা তার বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় বুধবার দুপুরে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান তিনি।
লিজার প্রতিবেশী তাইজুল ইসলাম বলেন, সাত বছর আগে সদর উপজেলার কালিকাপুরের মন্নান ঘরামীর ছেলে আজমীর ঘরামীর সাথে বিয়ে হয় শহরের পানিছত্র এলাকার রব মাতুবরের মেয়ে লিজা আক্তারের। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামীর সাথে লিজার বনিবনা হচ্ছিল না। স্বামী আজমীর প্রায়ই লিজাকে বাবার বাড়ি থেকে বিভিন্ন সময়ে টাকা এনে দিতে চাপ দিয়ে আসছিল। এই নিয়ে প্রায়ই তাদের ঝগড়া বিবাদ লেগে থাকতো। টাকার দরবার নিয়েই বুধবার দুপুরে লিজাকে বেদম মারধর করে আহত করে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, এই ঘটনায় এখনো কেউ থানায় এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী সময়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই