জয়পুরহাটের কালাইয়ে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা দায়েরর পর বুধবার সকালে অভিযুক্ত জাহিদুল ইসলাম ও তার সহযোগী আবিরকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে গ্রেফতার করা হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন কালাই উপজেলার ধাপ গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে জাহিদুল ইসলাম (৩৩) একই গ্রামের আব্দুল আজিজ ফটুর ছেলে আবির (১৬) ।
(ওসি) সেলিম মালিক জানান, কিশোরীর মা থাকে একা রেখে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার রাতে কিশোরী তার ফুফুর বাড়িতে যাচ্ছিলেন পথে ধাপ গ্রামের চাতাল এলাকায় ওই কিশোরকে একা পেয়ে জাহিদুল ইসলাম ও আবির ধর্ষণ করে। এসময় কিশোরীটি চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দুজন পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে কালাই থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এএ