কুমিল্লার লাকসামে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া কামিলা মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ-কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি দোকানে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় লাকসাম-মনোহরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় কাউন্সিলর শাহজাহান মজুমদার জানান, অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান, একটি চায়ের দোকান ও একটি লেপ তোশকের কারাখানা পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা যাচ্ছে। তবে পাশে থাকা পুকুরে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই