নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার বিকেলে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
শহরের রেইট্রিতলা এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন। সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ পারভেজ। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সাহাবুদ্দিন মুন্না, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, যুগ্ম সম্পাদক ইরাদ মুন্সি, যুগ্ম সম্পাদক আরিফ সরদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন