মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের নুরাইতলী নামক এলাকায় নসিমন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকাল ১০টার দিকে মহাকালি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরাইতলী এলাকার আবুল হোসেন রাঢ়ীর বাড়ি সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া এলাকার আলী হোসেন বেপারীর ছেলে সিএনজি চালক আজিজুল বেপারী (৫৫)। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
আহতরা হলেন-মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাও এলাকার মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মফিজুর রহমান (৩৫), তার বোন রাবেয়া বেগম (৩৫) ও মা আনোয়ারা বেগম (৫০)। তারা সবাই সিএনজি আরোহী। মাওয়া থেকে তারা বাসায় ফিরছিলেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এম এ কালাম জানান, বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু ঘটে। তার এক পা ভেঙে গেছে ও থুতনিতে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল দাস জানান, জাতীয় লেল্প লাইন নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে লাশ উদ্ধার করে। পরে নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারকে খবর দেওয়া হয়। লাশ বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই