ময়মনসিংহের ফুলপুরে ডোবায় ডুবে সায়মা নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের চিকনা গ্রামে এ ঘটনা ঘটে। সায়মা ওই গ্রামের মো. সারোয়ার হোসেনের কন্যা। জানা যায়, সায়মা তার খেলার সাথী চাচাতো বোন মারজিয়ার সাথে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বেলা ২টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় সায়মার লাশ ভেসে উঠতে দেখে তার দাদী জাহানারা বেগম (৫৫) চিৎকার করে উঠেন।
তার চিৎকার ও ডাকাডাকি শুনে আশপাশের লোকজন এসে সায়মাকে ডোবা হতে উদ্ধার করেন। এরপর নকলা হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা সংবাদ পেয়ে এসআই বকুল সাহাকে ভিকটিমের বাড়িতে পাঠিয়েছি। তিনি লাশের সুরতহাল প্রস্তুত করে স্থানীয়ভাবে তদন্ত করেছেন। শিশুটির মৃত্যুর বিষয়ে কারো কোন শোভা সন্দেহ না থাকায় তার পিতা নারায়ণগঞ্জে কর্মরত থাকায় তার মা মর্তুজা খাতুনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ