মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে আজ দুুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক রেজাউর রহমান ছিদ্দিকি, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম ও জেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মোহাম্মদ নোমান।
পরে নরসিংদী ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ে এক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ