লালমনিরহাটের হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীকে উত্যাক্ত করার অভিযোগ পাওয়া গেছে বখাটে যুবক রাসেলের বিরুদ্ধে। অতঃপর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বসতঘরে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।
মেয়েকে উত্যাক্ত ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে সঠিক বিচারের দাবিতে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম নওদাবাস এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার।
এর আগে গত শনিবার (৫ মার্চ) মধ্য রাতে উপজেলার পশ্চিম নওদাবাস এলাকায় ওই শিক্ষার্থীর ঘরে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। এদিকে গত রবিবার (৬ মার্চ) ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হাফিজার রহমান বাদী হয়ে রাসেলকে প্রধান আসামি করে আরও একজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু এখনো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি বাবার।
অভিযুক্তরা হলেন, উপজেলার পশ্চিম বেজগ্রামের আবু হানিফ ওরফে হানির ছেলে রাসেল (১৯) ও আইয়ুব আলীর ছেলে আরিফ (২৪)। ভুক্তভোগী ওই শিক্ষার্থী উপজেলার পূর্ব বেজগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, ওই শিক্ষার্থীকে অভিযুক্ত রাসেল প্রায় এক বছর ধরে উত্যাক্ত করে আসছে। বিদ্যালয়ে, প্রাইভেটে যাওয়া ও আসার পথে রাসেল উত্যাক্ত করে। এমনকি রাসেল প্রায় ওই শিক্ষার্থীর বাড়ির আশে পাশে ঘোরাফেরা করে। এর এক পর্যায়ে রাসেল ওই শিক্ষার্থীর বাড়িতে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি হয় না ওই শিক্ষার্থীর পরিবার। পরে রাসেল ওই শিক্ষার্থীর বাবাকে ফোনে নানা ধরনের হুমকি দেন। এরই মধ্যে গত ৫ মার্চ মধ্য রাতে রাসেল ওই শিক্ষার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
পূর্ব বেজগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ রায় বলেন, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ে এসেছিলেন। এছাড়া আমাকে লিখিত ভাবে জানিয়েছেন। এ ঘটনায় যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় সে জন্য প্রসাশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল