অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমাতায় আসার পর দেশের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বে দেশের রাস্তা-ঘাটের আমুল পরিবর্তন এসেছে। আজ শহর থেকে গ্রাম সবখানে পাকা সড়ক। এখন আর কাঁচা সড়ক নেই বললেই চলে।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া জেলা মহাসড়কের ১৩টি কালভার্ট ও ১টি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন আগের সরকারের আমলে এই সড়কে মানুষ ও যান চলাচলের উপযোগী ছিল না। দেশের এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, সড়ক ও জনপথ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ওসি শামীম অর রশীদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আকরাম খান, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ প্রমূখ।
নির্মাণাধীন ১৩টি কালভার্ট ও একটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জোন) এর আওতায় ও সড়ক বিভাগ মৌলভীবাজার এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে।
বিডি প্রতিদিন/হিমেল