দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে দলীয় কার্যালয়েই জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা শাখা প্রতিবাদ সমাবেশ করেছে। কৃষকদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই প্রতিবাদ সমাবেশ হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা কৃষকদলের সভাপতি আফতাব উদ্দীন আহমেদ মন্ডল’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য শাহীন খান।
জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আকবর বেপারীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সহসভাপতি মোঃ শামসুল আলম চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, কোতয়ালী কৃষকদলের আহবায়ক মোঃ আব্দুল খালেক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন মন্ডল বকুলসহ জেলা কৃষকদল ও ১৩টি উপজেলা হতে আগত কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ