বাগেরহাট জেলা সদরসহ ঝড়-জলোচ্ছাস প্রবল শরণখোলা, মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দুর্যোগে আত্মরক্ষামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মোড়েলগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, একডেমিক সুপার ভাইজার মো.বাকি বিল্লাহ প্রমুখ।
বাগেরহাটের শরণখোলা, মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ থেকে আত্মরক্ষার নানা কৌশল শেখাতে মহড়া প্রদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল