দিনাজপুরের বিরলে ইরি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিরল উপজেলার রাজারামপুর ইউপি’র মালঝাড় গ্রামে বাড়ির পাশের জমিতে সেচ দিতে গেলে গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।
মৃত কৃষক দিন কুমার রায় (৩০) বিরলের রাজারামপুর ইউপি’র মালঝাড় গ্রামের মন্টু চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় বিরলের রাজারামপুর ইউপি’র মালঝাড় গ্রামের দিন কুমার রায় (৩০) বাড়ির পাশে ইরি ক্ষেতে সেচ দিতে যায়। এ সময় সে বিদ্যুৎ চালিত পানির পাম্পে লাইন দিতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এমআর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর