হাওরাঞ্চল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মুখে গামছা বেঁধে এক গৃহবধূকে (৩৫) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তিনজনকে আসামি করে ঘটনার তিন দিনের মাথায় নারী ও শিশু নির্যাতন আইনে বৃহস্পতিবার (১০ মার্চ) মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ।
গত সোমবার (৭ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে উপেজলার নগর ইউনিয়নের কুশালপুর গ্রামে। ওই গ্রামের ব্যবসায়ী সুধীর তরফদারের (৪০) বিরুদ্ধে এমন অভিযোগটি উঠেছে।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার নগর ইউনিয়নের কুশালপুর গ্রামের জনৈক দিনমজুর তার স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে ঢাকায় চলে যান। এই সুযোগে গত সোমবার রাতে অনুমানিক ১ টা ৩০ মিনিটে গৃহবধূ প্রকৃতির ডাকে ঘর হতে বের হয়ে পূণরায় ঘরের ভেতরে এসে দরজা বন্ধ করার সময় তিনজন ব্যক্তি দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে। এসময় কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর মুখ গামছা দিয়ে বেঁধে তাকে ধর্ষণ করে। অন্য দুজন প্রাণনাথ সরকার (৪০) ও বাবুল সরকার (৪২) বাহিরে অপেক্ষা করে। তখন গৃহবধূ চিৎকার করার চেষ্টা করলে সুধীর তরফদার তার মুখ চেপে ধরে রাখে। এমন সময় তার পা লেগে হাঁড়িপাতিল পড়ে শব্দ হলে তার ১১ বছরের ছেলের ঘুম ভেঙে যায় এবং ধর্ষককে দেখে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে গৃহবধূর স্বামী বাড়ি আসলে বিষয়টি গ্রামের সকলের গোচরে এনে মামলাটি দায়ের করা হয়।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক মো. মহর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২০ এর ৯ (১) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, আমি ঘটনাস্থল পরিদর্শনকালে প্রাথমিকভাবে ধারণা করি এ ঘটনা সত্য।
এ বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, ভিক্টিম থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল