যুক্তরাজ্যের রামসগেট সিটি মেয়র রওশন আরা রহমানকে পিরোজপুরে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে পিরোজপুর পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এন খালেদ রবি, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, সাদউল্লাহ লিটন, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিরোজপুর পৌরসভার সচিব বণি আমিন। এসময় মুক্তিযোদ্ধা, পৌরসভার কাউন্সিলর, রামসগেট মেয়রের পরিবারের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ