মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনের দাবিতে শুক্রবার খাগড়াছড়িতে মানববন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখা।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোর মধ্যে বিরাট বৈষম্য রয়েছে। তারা সরকারি মাধ্যমিক শিক্ষকদের ন্যায় সামনে ঈদের আগে শতভাগ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানের দাবি জানান।
এছাড়া বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে দ্রুত জাতীয়করণসহ ঐচ্ছিক বদলি, প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড প্রদানের দাবি জানান।
মানববন্ধনে প্রতিষ্ঠান প্রধানদের খাগড়াছড়ি শাখার সভাপতি অংপ্রু মারমা সভাপতিত্বে বক্তব্য রাখেন এপিবিএ উচ্চ বিদ্যালয়ের সহাকারী শিক্ষক ননিকা চাকমা, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার চাকমা, প্রতিষ্ঠান প্রধান পরিষদের খাগড়াছড়ি সাধারণ সম্পাদক কার্নেজী চাকমা ও দীলিপ কুমার চাকমা প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই