সোনাতলায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রূম্পা, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,বালুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু।
এদিন, ৬৩ জন সাধারণ ইউপি সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ