বাগেরহাটের মোরেলগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে অশ্লীল মন্তব্যকারী অ্যাড. গোলাম কিবরিয়া তারিককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে থানা পুলিশ তারিককে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি(তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, তারিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস বাদি হয়ে আজ মঙ্গলবার মামলাটি দায়ের করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ