মাগুরা জেলা পরিষদ স্থানীয় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আজ বুধবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুজ্জামান শিখর এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার।
এ সময় জেলার ২১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। পর্যায়ক্রমে জেলা সকল মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে।
বিডি প্রতিদিন/এএ