ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ১২ দফা সুপারিশ করেছে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদ। এই সুপারিশ সংবলিত একটি স্মারকলিপি সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, করোনা মহামারীর কারণে বিগত দুই বছর ঈদের সময় দেশের বিভিন্ন স্থানে থাকা মানুষ বাড়ি যেতে পারেননি। এ কারণে এবার ঘরমুখো যাত্রীদের চাপ বাড়বে।
ঘরমুখো যাত্রীদের নিরাপদে বাড়ি ফিরতে ১২ দফা সুপারিশ পেশ করেছে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদ। এগুলো হলো ট্রেন, বাস ও বিমান বন্দরের মতো নদী বন্দরেও ইজারা প্রথা বাতিল করে টার্মিনাল টোল আদায় বন্ধ করা, নৌ পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করা, নৌ পরিবহনে ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, নৌ পরিবহনে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা, প্রতিটি নৌ পরিবহনে পর্যাপ্ত বয়া, লাইফ জ্যাকেট সহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি নৌপরিবহনের কর্মীদের অগ্নিনির্বাপণ যন্ত্র চালনায় প্রশিক্ষণ প্রদান, নৌ পরিবহনে যাত্রী বীমা চালু, লঞ্চের ইঞ্চিন রুমের পাশ থেকে খাবর হোটেল স্থানান্তর,
প্রতিটি লঞ্চে দক্ষ মাস্টার, সুকানী ও গ্রীজার নিয়োগ বাধ্যতামূলক করা সহ ফিটনেসবিহীন নৌযান বন্ধ করা, লঞ্চ স্টিমারের কেন্টিন ও চায়ের দোকানে অতিরিক্ত মূল্য আদায় রোধ, নৌযান কর্মচারী ও ঘাট শ্রমিকদের হাতে যাত্রী হয়রানী রোধ, নৌ ভ্রমণকালে যাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, অজ্ঞান পার্টি মলম পার্টিসহ যে কোন যাত্রী প্রতারণা ও ক্ষয়ক্ষতির দায় লঞ্চ কর্তৃপক্ষের নেয়া এবং ঢাকা-বরিশাল-খুলনা রুটে আগের মতো সপ্তাহে ৭ দিন স্টিমার ও অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন নৌ যান চালু করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
উল্লেখিত ১২ দফা বাস্তবায়ন করে আসন্ন ঈদুল ফিতর এবং বর্ষায় দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের বাড়ি ফেরা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ দাবি করেন স্মারকলিপি প্রদানকারীরা।
স্মারকলিপি প্রদানকালে বরিশাল নৌ যাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নিলু এবং যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম সফিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন