ভোলায় জেলেদের প্রাণহানির ঝুঁকি কমাতে জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় ২ হাজার জেলেকে লাইফ জ্যাকেট ও বয়া বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার স্থানীয় সরকারের উপ-পরিচালক রাজিব আহমেদ।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হক মিঠু চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের কর্মকর্তা নুরুল মোমেন সিদ্দকী রায়হান, হেলাল উদ্দিনসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম