ময়মনসিংহের ভালুকায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়।
পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।
এ সময় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, এইচআই, এএইচআই, স্বাস্থ্য সহকারীসহ সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর