ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলা শাখার উদ্যোগে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও জিয়া পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইফতার মাহফিলে দেশ জাতির কল্যান কামনা, বিএনপি ও ড্যাব'র প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বুধবার (২৭ এপ্রিল) বউ-বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে জেলা ড্যাব'র সভাপতি অধ্যাপক ড: শাহ মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ড: ইউনুস আলীর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়রপার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ড: সৈয়দ মইনুল হাসান সাদিক, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন।
আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ড: মামুনুর রশীদ মিটু, ড: আজফারুল হাবিব রোজ, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, এনামুল কাদির এনাম, শহর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, ড: এ এইচ এম শাহ আলী, ড: মো: জয়নাল আবেদীন, ড: একেএম মঈনুল হাসান রাব্বী, ড: আলী আজাদ মিলন, ড: জাহিদ আকতার, ড: গোলাম সাব্বির, ড: বদিউজ্জামান, ড: আলমগীর কবির মুরাদ, ড: আ: সামাদ, ড: মাহমুদুল হাসান, ড: মাজাহার, ড: রোকন, ড: কবীর প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ