মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে লিগ্যাল এইড দিবস পালিত হয়েছে। আজ সকাল ৯টার সময় জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত পর্যন্ত এসে শেষ হয়।
এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুন্সীগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমজাদ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শীলু রায়, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান, জেলার পিপি আব্দুল মতিন, স্পেশাল পিপি লাবলু মোল্লা, জিপি মো. লুৎফর রহমান, জেলা বারের সাধারণ সম্পাদক মাসুদ আলম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ কারুন নাহারসহ জেলার জজশীপ ও ম্যাজিস্ট্রেটশীপের বিচারকগণ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কোর্ট ইন্সপেক্টর মো. জামাল হোসেন, লিগ্যাল এইড আইনজীবীগণ, আদালতের কর্মচারীগণ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম