'বিনা খরচে নিন আইনগত সহায়তা- শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা' এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নাটোরে জাতীয় আইনি সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জজ আদালতের সামনে ফিরে যায়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইমদাদুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএম