'বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ উপলক্ষে জেলা জজ কোর্ট চত্বরে জাতীয় পতকা উত্তলোন শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে অংশ নেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ার্যামন জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রনয় কুমার দাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান জাহিদ, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবু আইয়ুব বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বিডি প্রতিদিন/এএম