জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রবিরমারা, বাঁশাটী ও পুটিয়া গ্রামের ৩টি এতিমখানায় এসব খাবার বিতরণ করা হয়।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শিশুদের খাবারের জন্য চাল, ডাল, ছোলা বুট, সবজি, মুরগীর মাংস, তেল, লবণ ও পিয়াজসহ বিভিন্ন প্রকারের পুষ্টিকর খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই