পর্যটকবাহী বাসে মদ্যপ অবস্থায় মাতলামি ও উচ্ছৃঙ্খলতা করার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাত রাত সাড়ে ১২টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর ওপর অবস্থানরত একটি বাস থেকে তাদের আটক করা হয়। রাতেই তাদের কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মাদকাসক্ত বলে চিকিৎসক আজ বৃহস্পতিবার সকালে পুলিশকে নিশ্চিত করেছে।
গ্রেফতাররা হলেন নাঈম মীরা, রাফসান হাওলাদার, শাকিল সিকদার, রাকিব হাওলাদার, রাব্বি বেপারী ও সাব্বির আহমেদ। তাদের বাড়ি বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলায়। গ্রেফতার ছয় যুবককে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার এসআই সুজন বলেন, বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা পর্যটক বাসের পেছনে বসে ওই ছয় যুবকসহ তার সঙ্গীরা মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। তখন বাসে থাকা পর্যটক, যাত্রীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ওই যুবকরা। বিষয়টি তারা কলাপাড়া থানায় জানালে পুলিশ সেতু এলাকায় বাস থামিয়ে ওই ছয় মাতাল যুবককে আটক করে। এসময় তাদের সহযোগীরা পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ