মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেছে গণ কমিটি। আজ সোমবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রকৌশলী শম্পা বসু, কাজী নজরুল ইসিলাম ফিরোজ, এটি এম মহবত আলী প্রমুখ।
জেলা গণ কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ বলেন, যেখানে মানুষের আয় সীমিত। সেখানে নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় দুর্ভোগে পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এসময় তিনি দ্রুত নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ