ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের ধাক্কায় চিত্তরঞ্জন দাস (৫৫) নামের গার্মেন্টসের শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ী সুনামগঞ্জ জেলার পাগলা গ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টার বাড়ী নামক স্থানে।
হাইওয়ে পুশিল নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, চিত্তরঞ্জন দাস উপজেলার জামিরদিয়া গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস স্বপরিবারে করতেন। তিনি পোষাক কারখানার শ্রমিক। ঘটনার সময় কাজ শেষে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন তিনি।
বিডি প্রতিদিন/এএ