ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চকলেট দেওয়ার কথা বলে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. তাহের মিয়া (৪৪) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
রবিবার রাত ৯টার দিকে অভিযুক্ত তাহেরকে ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরি থেকে আটক করে পুলিশ। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে অভিযুক্ত তাহের মিয়া বলেন, মেয়েটি সবসময় আমার দোকানে আসত। আমি তার সঙ্গে খারাপ কোনো কিছু করিনি। আটক তাহের উপজেলার ফান্দাউক ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে। তিনি ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরির মালিক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত তাহের দীর্ঘদিন ধরে ফান্দাউক বাজারে লাইব্রেরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ভুক্তভোগী শিশুটিকে প্রায় সময়ই তার লাইব্রেরির পেছনে নিয়ে যৌন হয়রানি করতেন। ঘটনার দিন বিকালে ওই শিশুটি কলম কেনার জন্য তাহের মিয়া দোকানে যায়। সেসময় তাহের মিয়া শিশুটিকে বিভিন্ন প্রলোভনে তার দোকনের পেছনে নিয়ে যৌন হয়রানি করেন। পরে জয়ন্ত মালাকার নামে একজন পথচারী শিশুটিকে তাহেরের ঘরের টেবিলের নিচ থেকে বের হতে দেখেন। শিশুটি কান্না করে বাড়িতে চলে গিয়ে তার মাকে বিষয়টি বলে।
তখন তার বাবা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিন রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে তাহেরকে আটক করা হয়। পরের দিন সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা সরকার বলেন, শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। একমাত্র অভিযুক্ত তাহের মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ