চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ২ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। রবিবার রাত ১০টার দিকে জেলার শিবগঞ্জ পৌরসভার তর্তিপুর হাট এলাকায় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রবিউল ইসলাম বাচ্চু (৩৫) ও একই গ্রামের মো. সেরাজুল ইসলামের ছেলে মিলন (২৮)।
জানা যায় রাতে ঐ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
বিডি প্রতিদিন/হিমেল