বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুলিশ লেখা ট্রাভেল ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল বহনের সময় বাবু (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাবু রাজশাহীর চারঘাট উপজেলার হদিনগাছি গ্রামের বাবর আলীর ছেলে। সোমবার সকালে গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে যাত্রীবেশে এক যুবক ফেনসিডিল বহন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে মাদকবিরোধি অভিযান চালানো হয়। পরে রবিবার রাত ১২টার দিকে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে থামলে যাত্রীবেশে মাদক পাচারকারী বাবুর পুলিশ লেখা ট্রাভেল ব্যাগে ৩৯ বোতল ফেনসিডিল বহন করার সময় ৩ নম্বর প্লাটফর্ম থেকে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে গ্রেফতার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, কৌশলে ট্রেনে মাদকবহনকারি ওই যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধি অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ