বাগেরহাটের রামপাল উপজেলায় নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মূলহোতাসহ ৮ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় গার্মেন্টসের কাজ শেষে বাড়ি ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী শ্রমিক। ঘটনার পরপরই ভুক্তভোগীর মা র্যাবকে বিষয়টি জানান। রামপাল উপজেলার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে মূলহোতাসহ ৮ অভিযুক্তকে আটক করে র্যাব।
আটক হয়েছেন মো. আবুল কালাম আজাদ শুকুর (২৪), মো. আসলাম শেখ (২২), মো. জনি শেখ (১৮), মো. মারুফ বিল্লা (২২), মো. হাসান শেখ (২০), মো. রাসেল শেখ (২২) মো. হোসেন গাজী (১৮) ও মো. রাজু শেখ (২৪)। এদের সকলের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়।
র্যাব-৬ জানায়, রামপাল উপজেলার দলবদ্ধ ধর্ষণের শিকার নারী রবিবার সন্ধ্যায় মোংলায় কাজ শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন। বিষয়টি ফোনের জানার পর ভুক্তভোগীর মা তাৎক্ষণিক ঘটনাটি র্যাবকে অবহিত করেন। অভিযুক্তদের আটকের পর রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুউদ্দিন বিকালে সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা