সুন্দর পরিচ্ছন্ন জীবনের জন্য রবীন্দ্রচর্চা অনিবার্য। সভ্যতা আত্মনির্ভরশীলতা আত্মমর্যাদায় বাঙালিকে এক ভিন্ন মাত্রায় উন্নীত করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
সোমবার দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়নে শব্দশরের আয়োজনে ১৬১তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
শব্দশরের সভাপতি বাবুল চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শব্দশরের সিনিয়র সহসভাপতি বাসব রায়। আলোচনা করেন কবি ও গবেষক ড. মাসুদুল হক, শব্দশরের সাধারণ সম্পাদক মো. লাল মিঞা, উপদেষ্টা শফিকুল হক ও লায়লা চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলনি পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা। কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি ও গবেষক বিধান দত্ত, নাট্য সমিতির সহনাট্যাধ্যক্ষ তরিকুল ইসলাম, কবি ইব্রাহিম শাহ, কবি ও গবেষক জোবায়ের আলী জুয়েল এবং সুদুর ভারত হতে আগত কবি হেম কুসুম রায়।
অপরদিকে, সকালে “আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দও-মনের কোনের সব দীনতা মলিনতা ধুইয়ে দও”-রবী ঠাকুরের সঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ দিনাজপুরের আয়োজনে আলোচনা সভা, সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর সভাপতি রবিউল আউয়াল খোকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের প্রবীন চিকিৎসক ডাঃ বসন্ত কুমার রায়। প্রধান আলোচক ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নুরুল মতিন সৈকত, সম্মিলিত সাংস্কৃতি জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার ও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন ডালিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ