ভাঙ্গায় এক্সপ্রেস হাইওয়ের ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।
মৃত ওই তরুণের আনুমানিক বয়স ২২/২৩ বছর। তিনি জিন্সের প্যান্ট ও কালচে নীল রঙের জামা পরিহিত ছিলেন। তার বাম পা ভাঙ্গা ছিল।
এলাকাবাসী জানায়, সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহা সড়কে ভাঙ্গার আতাদি নামক স্থানে এক্সপ্রেস হাইওয়ের ফ্লাইওভারের নিচ থেকে ওই মৃতদেহটি পড়ে তাকতে দেখে। পরে ভাঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, ধারানা করা হচ্ছে ওই তরুণ ফ্লাইওভারের নিচ থেকে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তার বাম পা ভাঙ্গা ছিল এবং মাথায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরেদপুরের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলাদায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ