ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে যাদবপুর বড়বাড়ি কবরস্থানের কাছ থেকে সোমবার ভোরে এক দালালসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন- বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের আবজাল আকন (৪১), একই জেলার হিজলা থানার গোবিন্দপুর গ্রামের খাদিজা বেগম(২৮),পাবনা জেলার চাটমোহর থানার ফৈলজানা গ্রামের আল মামুন(৩৯), যশোর জেলার ঝিকরগাছা থানার বাকী গ্রামের জোসনা খাতুন(২৮), বাগেরহাট জেলার রামপাল থানার বড়সন্ন্যাসী গ্রামের প্রবির সমাদ্দার(৪২) এবং প্রবিরের স্ত্রী গীতা রানী(৩৫), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার খড়িয়াটি গ্রামের রোজিনা খাতুন(৩০) ও শিশু কন্যা রুমানা(৬) ও আয়শা(৫)। এছাড়া দালাল মহেশপুর থানার যাদবপুর গ্রামের হারুনুর রশিদ (৩০)।
বিজিবি পক্ষ থেকে আটককৃদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির অধিনায়কের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম