শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
রায়পুরে অপহরণ করে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অনলাইন ভার্সন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে ভাড়া বাসায় রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ রাব্বি ও মোঃ হৃদয় নামের দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার শমসেরাবাদ এলাকার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং দুই যুবককে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মোঃ রাব্বি রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রামের কামাল হোসেনের ছেলে। তার সহযোগী মোঃ হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ৮ মে সন্ধ্যায় স্কুলছাত্রী রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়ির পেছনে টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় পূর্ব পরিকল্পিতভাবে মোঃ রাব্বি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। এতে মোঃ রাব্বিকে হৃদয় সহযোগিতা করেন। পরে স্কুলছাত্রীকে লক্ষ্মীপুর পৌরসভার হাসপাতাল রোড এলাকার ভাড়া বাসায় (প্রান্ত নিবাসের নিচতলা) এনে রাখে। সবার কাছে রাব্বি তাকে তার স্ত্রী পরিচয় দেয়। ২ দিন বাসায় আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে মোঃ রাব্বি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্কুলছাত্রীর মামা র্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। তথ্য প্রযুক্তির সহায়তা ও র্যাব সদস্যদের আন্তরিকতায় অভিযোগ পাওয়ার ৮ ঘন্টার মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামিদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক খন্দকার মোঃ শামীম হোসেন বলেন, স্কুলছাত্রীর মামা গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
এই বিভাগের আরও খবর