নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নে দীর্ঘ ১৭ বছর পর আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে দুই ইউনিয়নের ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করলেও ভোটের পরিবেশে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সময় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের বাধা এবং হামলা চালিয়ে মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুক্রবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে দুই ইউনিয়নে প্রার্থিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহে বাধার শিকার চেয়ারম্যান, মেম্বার প্রার্থী ও তাদের সমর্থকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় মনোনয়ন ফরম সংগ্রহে প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে নানা রকম শ্লোগান দেন তারা।
এর আগে, নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হরণী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান এবং চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম শামীম। তারা অভিযোগ করেন, গত ৮ মে থেকে হাতিয়া উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া শুরুর পর থেকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর লোকজন উপজেলার প্রবেশমুখে পাহারা বসিয়ে নিজেদের অনুসারী ছাড়া অন্য কাউকে ফরম সংগ্রহের জন্য যেতে দিচ্ছে না। এ সময় মনোনয়ন ফরম সংগ্রহকালে হামলার শিকার কয়েকজন মেম্বার প্রার্থী ঘটনার বর্ণনা দেন। সংবাদ সম্মেলনে প্রার্থী এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
মনোনয়ন ফরম ছিনিয়ে নেওয়া এবং প্রার্থীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। তিনি বলেন, আমিরুল ইসলাম শামীম ও মুসফিকুর রহমানের এলাকায় কোনো জনপ্রিয়তা নেই। তাই তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে অন্যের ওপর দোষ চাপাচ্ছেন।
জেলা নির্বাচন অফিসার মো. মেছবাহ উদিদ্দন জানান, এ ব্যাপারে অভিযোগের পর হাতিয়ার পাশাপাশি জেলা সদর থেকে মনোনয়ন ফরম দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। শনিবার থেকে প্রার্থীরা দুই জায়গা থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন এবং জমা দিতে পারবেন।
উল্লেখ্য, হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে আবার জেগে ওঠে। ২০০৫ সালে সরকার পুনরায় দুটি ইউনিয়নের নাম গেজেট আকারে প্রকাশের পর থেকে প্রশাসক দিয়ে এর কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিডি প্রতিদিন/এমআই