কৃষক হয়রানি হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নে কৃষকদের দারপ্রান্তে পৌঁছে গেছে রাকাব। কৃষক ও কৃষি উন্নয়নে সরকার কৃষি ঋণ, প্রনোদনা ঋণ ও ৪ শতাংশ সুদে পূর্ণ অর্থায়ন স্কিমের আওতায় কৃষকদের ঋণ দেয়া হচ্ছে। এ স্কিমের আওতায় ৩৭ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রায় ইতোমধ্যেই ১ হাজার ৮৭০ জন কৃষককে ঋণ দেয়া হয়েছে। এছাড়াও ৫ কোটি টাকা এবং কৃষি ও সিএমএসএমইর অন্যান্য খাতে এ বছর ৩শ কোটি টাকার ঋণ বিতরণ করে রাকাব।
তিনি আরজিএস এ চালান, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল আ্যাপের মাধ্যমে গ্রাহকদের কাছে ঋণ পৌছে দেয়ার তাগাদা দিয়ে বলেন, শুধু কৃষি ও কৃষকদের মধ্যে সীমাবদ্ধ নয়, সব খাতেই ঋণ দিচ্ছে রাকাব।
শুক্রবার দিনাজপুর শহরের এমবিএসকের হলরুমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, দিনাজপুর (উত্তর ও দক্ষিণ) জোনের আয়োজনে ব্যাংকের মুনাফা বৃদ্ধিসহ শাখা ব্যবস্থাপকগণের পারফরমেন্স মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩৭ টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগের মহা-ব্যবস্থাপক মোঃ বাবর আলী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ জোনাল ব্যবস্থাপক মোঃ জাফর আলী মল্লিক, উত্তরের জোনাল ব্যবস্থাপক মোঃ সাখাওয়াত হোসন, স্টাফ অফিসার জিয়াউল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ