চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের ৭টি ইউনিয়নকে নিয়ে দিয়াড় উপজেলা নামে নতুন উপজেলা গঠনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে চরাঞ্চলের কৃতিসন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক মো. আশরাফুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. খায়রুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, দেবীনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, আলাতুলি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, চরবাগডাংগা ইউপি চেয়ারম্যান শাহিদ রানা টিপু, রাজশাহীস্থ দেবীনগর ইউনিয়ন সমিতির সভাপতি উসমান গনি প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সুন্দরপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল বারি। সমাবেশে সদর উপজেলার চরবেষ্টিত দেবীনগর, ইসলামপুর, সুন্দরপুর, নারায়নপুর, চরবাগডাংগা, শাহজাহানপুর ও আলাতুলি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দিয়াড় উপজেলা গঠনের দাবি জানানো হয়। পরে নতুন দিয়াড় উপজেলা বাস্তবায়নের দাবি তরান্বিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর মো. আব্দুস সালামকে আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলামকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল