খুলনার বয়রা করিমনগর এলাকায় দেওয়াল ধসে তামিম (৬) নামের এক শিশু মারা গেছে। এতে অপর দুই শিশু আহত হয়। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- করিমনগর এলাকার ইয়ামিন (১০) ও রাব্বি (৮)। এদের মধ্যে ইয়ামিনের আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাব্বিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, দেওয়ালটি অনেক পুরাতন। এটি জরাজীর্ণ হয়ে গেছে। শুক্রবার ওই তিন শিশু খেলা করছিল। হঠাৎ প্রাচীরটি ভেঙ্গে তাদের গায়ের ওপরে পড়ে। এতে তামিমের আঘাত গুরুতর হওয়ায় তাকে খুমেক হাসপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম