বিপুল পরিমাণ ইয়াবা, আইসসহ শহিদুল নবী রিয়ন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রবিবার সকালে জেলার আক্কেলপুর উপজেলার কানুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকৃত শহিদুল নবী রিয়ন আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটকৃত রিয়ন দির্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আক্কেলপুর উপজেলার কানুপুর এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ৬০গ্রাম আইস, নগদ ৩৯ হাজারটাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান, ইয়াবা, আইসসহ অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল। পরে তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম