নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত ইঞ্জিন ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শান্ত মন্ডল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানের চারজন যাত্রী।
সকাল ১১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মন্ডল নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের রাজা মন্ডলের ছেলে। সে গোবরা মিত্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শান্ত সকালে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলো। এ সময় নড়াইল-ফুলতলা সড়কের ধোপাখোলার মোড়ে গেলে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ভ্যান যাত্রী রাধিকা বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, নুপুর বিশ্বাস ও শিশু পাপ্পু বিশ্বাসকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শওকত কবির জানান,‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম