লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় অটোবাইকের ধাক্কায় শাহার আলী (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে রংপুর- কুড়িগ্রাম মহাসড়কের বড়বাড়ি ইউনিয়নের আইরখামার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক্সাচালক শাহার আলী সদর উপজেলার মেধুয়ারকুটি গ্রামের ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুরের দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের আইরখামার বাজার থেকে রিক্সা নিয়ে বাড়িতে ফিরছিলেন শাহার আলী। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা ওই রিক্সাটিকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয়রা সদও হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
সদর থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা অটোটিকে আটক করে থানায় দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম