হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও পশ্চিম হাটি গ্রামে ঋণের টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে পুত্রের ছুরিকাঘাতে পিতা আজদু মিয়া (৫৫) খুন হয়েছেন। আজদু মিয়া ওই গ্রামের আব্দুর রশিদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয়াদী ও ঋণের টাকা নিয়ে আজদু মিয়ার সাথে শনিবার রাতে ছেলে মাসুম মিয়া (২০) এর ঝগড়া হয়। এক পর্যায়ে মোঃ মাসুম মিয়া ক্ষিপ্ত হয়ে পিতা আজদু মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আজদু মিয়া মারা যান। রাতেই খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে হত্যাকারী মাসুম মিয়াকে গ্রেফতা করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, ঘটনার খবর পেয়ে তিনিসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক মাসুমকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন